১। কুয়াশা ও তীব্র শীতের এ অবস্থায় বীজতলায় ৩-৫ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে।
২। স্বচ্ছ পলিথিনের ছাইনি দিয়ে বীজতলা সারাদিন রাত ডেকে রাখতে হবে তবে খেয়াল রাখতে হবে যে পলিথিনের সাথে চারার পাতা যেন স্পর্শ না করে।
৩। প্রতি ১০ লিটার পানিতে ৭০-৮০ গ্রাম থিওভিট অথবা কমুলাস ভালভাবে মিশিয়ে ৪-৫ শতাংশ বীজতলায় স্প্রে করা যেতে পারে।
৪। এ সময় বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে ডেকে দিলে , বীজতলায় পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি ডেলে প্রতিদিন সকালে চারার উপর জমাকৃত শিশির ঝরিয়ে দিলে চারা ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা পায় এবং স্বাভাবিক ভাবে বাড়তে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস